[ ডাউনলোড নাও ]
সকল প্রকার চাকুরীর খবর হাতের মুঠোয় রাখুন
২৪ পদে শিক্ষক নিয়োগ দিবে, বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০
পদের নাম ও সংখ্যা:
অধ্যাপক
পদসংখ্যা: ১টি
বিভাগ: মৎস্য জীববিদ্যা ও কৌলিতত্ত্ব বিভাগ
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০/- টাকা
প্রভাষক
পদসংখ্যা: ২৪টি
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা
বিভাগ: এপিডেমিওলজি ও পাবলিক হেলথ-১ (সহকারী অধ্যাপক পদের বিপরীতে), ফিজিওলজি-১ (সহকারী অধ্যাপক পদের বিপরীতে), পোল্ট্রি বিজ্ঞান-১, মেডিসিন-১, প্যাথলজি-১, প্যারাসাইটোলজি-১, কৃষিতত্ত্ব ও হাওর কৃষি-১ (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে), ফসল উদ্ভিদ বিজ্ঞান ও চা উৎপাদন প্রযুক্তি-১, কৃষি সম্প্রসারণ শিক্ষা-২ (সহকারী অধ্যাপক পদের বিপরীতে ১টি), মাৎস্যচাষ-১, জলজ সম্পদ ব্যবস্থাপনা-২ (সহকারী অধ্যাপক পদের বিপরীতে ১টি), মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনা-২, কৃষি অর্থনীতি ও পলিসি বিভাগ-১, কৃষি পরিসংখ্যান বিভাগ-১, কৃষি বিপণন ও ব্যবসায় ব্যবস্থাপনা-১ (সহকারী অধ্যাপক পদের বিপরীতে), কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগ-১ (সহকারী অধ্যাপক পদের বিপরীতে), কৃষি শক্তি ও যন্ত্র-২ (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে ১টি), সেচ ও পানি ব্যবস্থাপনা-১, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি-১, বায়োকেমিস্ট্রি অ্যান্ড কেমেস্ট্রি (বায়োকেমিস্ট্রি)-১।
প্রশাসনিক কর্মকর্তা
পদ সংখ্যা: ৭টি
বেতন স্কেল: ১৬,০০০-৩৮৬৪০/- টাকা
দফতর: রেজিস্ট্রার কার্যালয়-১ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল-১ জন, আব্দুস সামাদ আজাদ হল-১ জন, সুহাসিনী দাস হল-১ জন, শাহ এএমএস কিবরিয়া হল-১ জন, হুমায়ুন রশিদ চৌধুরী হল-১ জন, প্রফেসর মছলেহ উদ্দিন আহমদ চৌধুরী ভেটেরিনারি টিচিং হাসপাতাল-১ জন।
এস্টিমেটর
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা
দফতর: প্রকৌশল দফতর
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম, নিয়োগের যোগ্যতা ও অভিজ্ঞতা এবং অন্যান্য শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ অথবা http://www.sau.ac.bd এই ওয়েবসাইট হতে ডাউনলোড করা যাবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই, ২০১৮।
বিজ্ঞপ্তিতে
No comments:
Post a Comment